রাঙামাটিতে দু’দিনব্যাপী কঠিন চীবর দান উৎসব শুরু

fec-image

রাঙামাটি রাজবন বিহারে দুই দিনব্যাপী বৌদ্ধ ধর্মাবলন্বীদের ৪৮তম দানোত্তম কঠিন চীবর দান উৎসব শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে বেইন ঘর উদ্বোধন করেন, রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সভাপতি গৌতম দেওয়ান এবং চরকায় তুলা থেকে সুতা কেটে বেইন তৈরি উদ্বোধন করেন, বিশিষ্ট নারী উদ্যোক্তা মঞ্জুলিকা চাকমা।

এর আগে বেইন ঘরে পঞ্চশীল প্রদান করেন, রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির। এসময় বিশ্ববাসীর মঙ্গল, সুখ, শান্তি কামনায় প্রার্থনা করেন তিনি।

এসময় পূর্ণ্যার্থীদের সাধু সাধু ধ্বনিতে মুখরিত হয় পুরো রাজবন বিহার প্রাঙ্গণ। শুক্রবার (২৪ নভেম্বর) সকালে ভিক্ষু সংঘের কাছে এই চীবর দান করা হবে।

এদিকে উৎসবকে ঘিরে বিহারের চারপাশ ঘিরে বসেছে মেলা। উৎসব শান্তি-শৃঙ্খলাভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে বিহার এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

এ সময় বিহার উপাসক উপাসিকা পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ এবং বৌদ্ধধর্মবলম্বীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কঠিন চীবর দান, বৌদ্ধ, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন