নাইক্ষ্যংছড়িতে দাখিল পরীক্ষার্থীর বিয়ে বন্ধ ও জরিমানা আদায়


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আশারতলী গ্রামে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্য বিয়ের অভিযোগে বিয়ে বন্ধ করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমেন শর্মা। এসময় বিয়ের আয়োজনকারী কনের মামা মৃত আবদুল নবীর ছেলে ওসমান গনী (৩১)-কে বিবাহে সহযোগিতা করার দায়ে বাল্য বিবাহ নিরুধ আইন ২০১৭ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নগদ ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমেন শর্মা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে শনিবার (২৬ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের সময় উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আশারতলী গ্রামে মৃত আবদুল নবীর (নানার) বাড়ীতে কনে সুমাইয়া বিনতে দিলারা(১৭) পিতা ফরিদুল আলমের বিয়ের আয়োজন হচ্ছে। তাৎক্ষণিক নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের সহায়তায় অভিযানের মাধ্যমে বাল্য বিয়ে বন্ধসহ অর্থদণ্ড প্রদান করা হয়। আগামীতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসারের এই মহতী উদ্যোগকে স্বাগত জানান।
উল্লেখ্য, কনে সুমাইয়া বিনতে দিলারা আল গিফারী দাখিল মাদরাসার ছাত্রী ও এবারের দাখিল পরীক্ষার্থী।