নাইক্ষ্যংছড়িতে প্রবারণা পূর্ণিমা, আকাশে ফানুসের ঝিলিক


বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ণাঢ্য আয়োজনে প্রবারণা পূর্ণিমা উৎসব পালিত হয়েছে। বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় অনুষ্ঠান ওয়াগ্যোয়াই পোয়ে উৎসবে যেন রং লেগেছে পাহাড়ে। পাহাড়ি পল্লীগুলো সেজেছে নতুন সাজে। উৎসবের আনন্দে মেতেছে বৌদ্ধ ধর্মাবলম্বী মারমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা, চাকমা, খুমি, খেয়াং, ম্রো, বম সহ পাহাড়ি জনগোষ্ঠী।
এই উৎসবকে ঘিরে নাইক্ষ্যংছড়ির ধাবন খালী মার্মা পাড়া, ধুমড়ি হেড়ম্যান পাড়া বড়ুয়া পাড়া, ধইয়ার বাপের মার্মা পাড়া ছাধোঅং পাড়া, সোনাইছড়ি মার্মা পাড়াসহ নানা পাড়া মহল্লায় বিভিন্ন বৌদ্ধ বিহারে ধর্মীয় আচার অনুষ্ঠান এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় ফানুস উড়ানোর আয়োজন করা হয়েছে।
রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ধুমড়ী হেড়ম্যান পাড়া বৌদ্ধ বিহারসহ উপজেলার বিভিন্ন বিহারে শত শত ফানুস উড়ানো হয়। আকাশ ছিল রঙিন রঙিন আলোতে আলোকিত।
এদিকে শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সকাল থেকে ঐতিহ্যবাহী ধইয়ার বাপের মার্মা পাড়া বৌদ্ধ বিহারসহ বিভিন্ন বিহারে দায়ক দায়িকাগণ উপস্থিত হয়ে বুদ্ধ পূজা, বুদ্ধকে স্নান করানো, সমবেত প্রার্থনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই উৎসব পালন করেন। যেখানে হাজারো মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।
প্রবারণা পূর্নিমা উপলক্ষে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. শফি উল্লাহ ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।
আলি মিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মংলাক্যউ মারমা জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে পাহাড়ি-বাঙালিরা সকলে মিলে এই উৎসব পালন করা হচ্ছে।
সোমবার (৩০ অক্টোবর) যথাযথ ধর্মীয় রীতি অনুযায়ী আকাশে ফানুস বাতির ঝিলিক শেষ হবে।