নাইক্ষ্যংছড়িতে দেশীয় চোলাই মদসহ ৩ মারমা যুবক আটক

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দেশীয় চোলাই মদসহ ৩ তিন মারমা যুবককে আটক করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।

বুধবার (১৩ মার্চ) বিকেলে নাইক্ষ্যংছড়ি থানায় কর্মরত এসআই তৌফিকের নেতৃত্ব জোন সদরের রুপনগর নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মংসুয়ে ক্যো মারমা (৩৪), হ্লাছাইমং মারমা (২৫) ও উনালয় মারমা (২৪)। তারা সকলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার উক্যইজাই পাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানান, ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে ৪৫ লিটার দেশীয় চোলাইমদ পাচারের প্রস্তুতি নিচ্ছিলো তারা। এজন্য রূপনগর সড়কের পাশ থেকে মদগুলো ভ্যানগাড়িতে করে পাচার করছিল। পরে এসব মদসহ বহনকারী ভ্যান ও পাচারকারী ৩ জন উপজাতিকে আটক করা হয়।

পরবর্তীতে পুলিশ উপস্থিত লোকজনের সম্মুখে জব্দ তালিকা মতে মদসহ তাদেকে হেফাজতে নেন। এই সংক্রান্ত বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়ি, মাদকসহ আটক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন