নানিয়ারচর জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

fec-image

পার্বত্য শান্তিচুক্তির ২৫তম বর্ষপূর্তিতে রাঙামাটির নানিয়ারচর জোনের উদ্যোগে জোনের আওতাধীন এলাকায় গরীব, দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ এবং শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) ২শ জনের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ এবং ১শ ৫০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এরআগে একটি শান্তি র‍্যালির আয়োজন করা হয়। বেলুন এবং কবুতর উড়ানোর মাধ্যমে শান্তি র‍্যালির শুভ উদ্বোধন করেন নানিয়াচর জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার।

র‍্যালিটি নানিয়ারচর উপজেলার মেইন গেইট হতে শুরু হয়ে নানিয়ারচর মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরবর্তীতে বিকালে নানিয়ারচর উপজেলা মাঠে অত্র উপজেলার স্থানীয়দের সাথে একটি প্রীতি ভলিবল ম্যাচের আয়োজন করা হয় এবং বিজয়ী দলকে পুরস্কার প্রদান করা হয়।

এসময় নানিয়ারচর জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার এবং নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, নানিয়াচর উপজেলার পুরুষ এবং মহিলা ভাইস চেয়ারম্যান এবং ওসি নানিয়ারচর থানাসহ প্রায় ৪৫০-৫০০ জন বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন