নিরাপত্তা বলয়ে থাকবে প্রতীমা বিসর্জন স্থল সমুদ্র সৈকত


সনাতন ধর্মাবলম্বীর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার দশমীতে সমুদ্র সৈকতে প্রতীমা বিসর্জন নিয়ে নিরাপত্তা জোরদারসহ ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
এ উপলক্ষে সোমবার (২৩ অক্টোবর) সকাল ১১টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে প্রেস বিফ্রিং করে ট্যুরিস্ট পুলিশ।
বিফ্রিংএ ট্যুরিস্ট পুলিশের জেলা পুলিশ সুপার মো. জিল্লুর রহমান জানান, আগামী ২৪ অক্টোবর প্রতীমা বিসর্জন উপলক্ষে কয়েকটি স্তরে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। দেশের সর্ববৃহৎ পূজা বিসর্জন স্থল শান্তিপূর্ণ ও আনন্দমুখর রাখতে পোশাকধারীর পাশাপাশি সাদা-পোশাকে একাধিক গোয়েন্দা টিম থাকবে। এছাড়া পুরো এলাকা সিসি টিভি ক্যামরার আওতায় এবং ড্রোন ক্যামরার মাধ্যমে বিসর্জন স্থলসহ আশপাশের এলাকা সার্বক্ষণিক নজরদারি করা হবে।
পুলিশ সুপার জানান, এবার জেলার বিভিন্ন থানা থেকে ১৯১টি প্রতীমা বিসর্জন হবে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে। এই উপলক্ষে সনাতন ধর্মের লোকজন, স্থানীয় ও পর্যটকসহ প্রায় ৪ থেকে ৫ লাখ লোকের সমাগম ঘটবে।
এরই মধ্যে শান্তিপূর্ণভাবে বিসর্জন অনুষ্ঠান শেষ করার লক্ষ্যে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।