পানছড়িতে গাঁজাসহ আটক ১

গাঁজাসহ একজনকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ। আটক ব্যক্তি খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউপির মুসলিমপাড়া গ্রামের মৃত আবদুল জিহানের ছেলে মুহাম্মদ কবির (৪২)।
বৃহস্পতিবার (১৮ মে) পানছড়ি থানার ওসি মো.হারুনুর রশিদ দিক নির্দেশনা প্রদান করে বিশেষ অভিযান পরিচালনা করে এসআই আবু নছর নিপুর নেতৃত্বে বিকাল আনুমানিক সাড়ে চারটায় পানছড়ি ইসলামপুর এলাকা থেকে কবিরকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করেন।
এ সময় পানছড়ি থানার ওসি মো. হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে অত্র থানায় বিধি মোতাবেক মামলা হয়েছে।
উল্লেখ্য, গত রবিবার (১৪ মে) আইন-শৃংখলা স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদক নির্মূল, দ্রুত মামলা নিষ্পত্তি ও চোরা চালান রোধকল্পে পানছড়ি থানার ওসি মো. হারুনুর রশিদ ও এসআই মো. মুহিউদ্দীন জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেন।