পানছড়িতে বিজিবির উদ্দ্যেগে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়িতে ২০১৩ সালের এসএসসি পরীক্ষায় কৃিত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে ২০ বিজিবি লোগাং। এউপলক্ষে লোগাং ক্যাম্পের কমপিউটার ক্লাবের সম্মূখে বুধবার বিকাল ৪টার সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কর্ণেল খন্দকার ফরিদ হাসান।
সভায় প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের উদ্দ্যেশ্য করে বলেন, তোমরা আগামী দিনের জাতীর কর্ণদার তাই তোমাদেরকে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতীর জন্য কাজ করতে হবে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২০ বিজিবি লোগাং জোন কমান্ডার লেঃ কর্ণেল আবদুর রহমান পিএসসি, আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, পানছড়ি থানা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, ১নং লোগাং ইউপি চেয়ারম্যান সমর বিকাশ চাকমা, ২নং চেঙ্গী ইউপি চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা, ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমা প্রমূখ।
সংর্বধনা সভায় ৫জন জিপিএ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে ১০টি ডিকসেনারী এবং ৩১জন গরীব মেধাবী শিক্ষার্থীকে সর্ব মোট ৫৩হাজার টাকা প্রদান করা হয়।