পানছড়িতে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা
সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ এ প্রতিপাদ্যর ব্যানারে পানছড়িতে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এর নেতৃত্বে ছিলেন আ’লীগ সভাপতি মো. আব্দুল মোমিন ও সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব।
১৯ অক্টোবর (মঙ্গলবার) বিকেল ৪টায় দলীয় কার্যালয় থেকে শান্তি শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা স্কয়ারে এসে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শ্রীকান্ত দেব মানিকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য প্রদান করেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, যুবলীগের সাধারণ সম্পাদক ও ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন।
শোভাযাত্রায় বক্তারা বলেন, সারা বাংলাদেশে কি হচ্ছে তা দেখার বিষয় না। আমরা পানছড়ি উপজেলায় যারা বিভিন্ন ধর্ম ও গোত্রের মানুষ বসবাস করছি।আমরা সকলে ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিতভাবে ঐত্যবদ্ধভাবে শান্তিতে থাকা ও শান্তি বজায় রাখার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রূত বিচারের আওতায় এনে শাস্তির দাবী জানানো হয়।