পানছড়ির টি-টুয়েলভ ক্রিকেটে চ্যাম্পিয়ন মোহাম্মদপুর ইয়ং স্টার
দৃষ্টিনন্দন আয়োজনের মধ্যে পানছড়িতে শেষ হয়েছে টি-টুয়েলভ নক আউট ক্রিকেট টুর্নামেন্ট। এর আয়োজক ছিল পানছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা।
সোমবার (২০ মার্চ) বিকেল ৩’টা থেকে আয়োজিত এই খেলায় মোকাবেলা করে মোহাম্মদপুর ইয়ং স্টার ক্লাব বনাম কলোনীপাড়া স্থানীয় যুব কল্যাণ সংঘ।
এতে মোহাম্মদপুর ইয়ং স্টার ২৬ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পানছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে প্রাইজমানি, ট্রফি ও মেডেল তুলে দেন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন, পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে বিজয় কুমার দেবের নিজস্ব তহবিল থেকে যথাক্রমে দশ ও পাঁচ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।
চ্যাম্পিয়ন দলের অধিনায়ক লিটন জানান, এটি ছিল পানছড়ির সবচেয়ে সফল ও সেরা টুর্নামেন্ট।
জানা যায়, টুর্নামেন্টে সর্বমোট ১৫টি দল অংশ নিয়েছিল।
নিউজটি ভিডিওতে দেখুন: