পুলিশের বাধায় খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

fec-image

পুলিশের বাধায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিার (৮ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি শহরের মিল্লাত চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মূল সড়কে উঠতে চাইলে আদালত সড়ক এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে।

পরে সেখানে আয়োজিত সমাবেশে বিএনপির নেতারা অভিযোগ করে বলেন, মিথ্যা মামলায় কারাগারে আটক গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জামিনে বাধা দিচ্ছে সরকার। তাকে চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করে কৌশলে হত্যার ষড়যন্ত্র করছে।

খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা বিএনপির সহ-সভাপতি মোসলেম উদ্দিন, মংসাথোয়াই চৌধুরী, জেলা যুবদলের সভাপতি মাহবুুব আলম সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাগর নোমান ও জেলা ছাত্রদলের শাহেদ সুমনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিএনপি, বেগম খালেদা জিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন