বাইশারীতে যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় একুশে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে বাংলাদেশ আওয়ামী লীগ বাইশারী ইউনিয়ন শাখার সভাপতি জাহাংগীর আলম বাহাদুরের নেতৃত্বে অসংখ্য নেতা কর্মিরা স্থানীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন।
এর পর পরই ছাত্রলীগ বাইশারী ইউনিয়ন শাখার সভাপতি এসএন কে রিপনের নেতৃত্বে নেতা কর্মীও সমর্থকেরা স্থানীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মধ্যদিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান শহীদ মিনারে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্বা জানান।
সকাল ১০টায় বাইশারী বাজারস্থ দলীয় কার্যলয়ে আওয়ামী লীগ সভাপতি জাহাংগীর আলম বাহাদুরের নেতৃত্বে ছাত্রলীগ সহ অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
অপর দিকে প্রভাত ফেরীতে বাইশারী শাহ নুরুদ্দীন দাখিল মাদ্রাসা সুপার মৌলানা নুরুল হাকিমের নৃতৃত্বে শিক্ষক শিক্ষীকা ছাত্র ছাত্রীরা র্যালি সহকারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বাইশারী আদর্শ ইসলামি বালিকা মাদ্রাসা সুপার মাওলানা রফিকের নেতৃত্বে ছাত্রছাত্রী শিক্ষকগণ এক র্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থনীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া বালিকা মাদ্রাসা র্যালি শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সভাপতি জাহাংগীর আলম বাহাদুর। সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি আবদুল হামিদ।
বাইশারী বালিকা উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক হাছান আলীর নেতৃত্বে এক বিশাল শুভাযাত্রা সহকারে শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীদের নিয়ে স্থানীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মধ্যদিয়ে ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
বাইশারী উচ্চবিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ ওমর ফারুকের নেতৃত্বে শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীরা শহীদ মিনারে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বাইশারী ইউনিয়ন পরিষদ সচিব শাহাজাহান এর নেতৃত্বে পরিষদবর্গ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানান।