বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের দারস্থ এক জুলাই যোদ্ধা


রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের পশ্চিম মুসলিম ব্লক এলাকায় ৩০টি পরিবারে বিদ্যুৎ সংযোগ স্থাপন, বাঘাইছড়ি ইউনিয়নের পূর্ব লাইল্যাঘোনা এলাকায় বিশুদ্ধ পানির সংকট দূর করতে গভীর নলকূপ স্থাপন এবং উপজেলা সদরে একটি পূর্ণাঙ্গ ফায়ার স্টেশন নির্মাণের দাবিতে লিখিত দাবি নিয়ে
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আবেদন জানিয়েছেন নতুন বাংলাদেশ বিনির্মাণ আন্দোলনে আহত জুলাই যোদ্ধা রবিউল হোসেন। ২৮ জুন রবিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তারের বাসভবনে উপস্থিত হয়ে এই আবেদন জমা দেন।
এ সময় রবিউল হোসেনসহ পশ্চিম মুসলিম ব্লক, পূর্ব লাইল্যাঘোনার স্থানীয় বেশ কিছু যুবক উপস্থিত ছিলেন। পরে রবিউল হোসেন উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে কীভাবে দ্রুত ফায়ার স্টেশন নির্মাণ,
অবহেলিত জনপদ পশ্চিম মুসলিম ব্লক এলাকায় বিদ্যুৎসংযোগ ও পূর্ব লাইল্যাঘোনা এলাকায় বিশুদ্ধ পানির সংকট দূরীকরণ ও গভীর নলকূপ স্থাপনের বিষয়ে খোলামেলা আলোচনা করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সব বিষয় গুরুত্বসহকারে আমলে নিয়ে আবেদন গ্রহণ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ প্রদান করেন।