বাঘাইছড়িতে অবৈধভাবে বালু উত্তলনের দায়ে অর্ধলাখ টাকা জরিমানা
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং নদীর মাস্টার পাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ২টার দিকে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার এই অভিযান পরিচালনা করেন।
এসময় অবৈধভাবে বালু উত্তলনের অপরাধের বালু ব্যাবসায়ী আমানত উল্লাহকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে নদী থেকে বালু সরবরাহ পাইপ কেটে ধংস করা হয়। পরে বালি উত্তলন বন্ধ করে দেয়ার পাশাপাশি সবাইকে সতর্ক করা হয়।
নিউজটি ভিডিওতে দেখুন:
ঘটনাপ্রবাহ: জরিমানা, বাঘাইছড়ি, বালু
Facebook Comment