বান্দরবানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন


বান্দরবানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
সারাদেশের ন্যায় বান্দরবানেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এর আগে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
এছাড়াও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসলাম বেবী, একেএম জাহাঙ্গীর, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, অজিত কুমার দাশসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধু, বান্দরবান, স্বদেশ
Facebook Comment