বান্দরবানে সেনাবাহিনীর হাতে ৯ জেএসএস সন্ত্রাসী আটক, বিপুল অস্ত্র উদ্ধার


বান্দরবানের চাঁদাবাজি ও অপহরণের সাথে জড়িত সশস্ত্র সংগঠনের ৯ জনকে অস্ত্র সরঞ্জামসহ আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে আটককৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আজ শুক্রবার ভোরে সদর উপজেলা টংকাবতী ইউনিয়নের পুনর্বাসন চাকমা পাড়ায় ও ইমানুয়েল ত্রিপুড়া পাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- আনন্দ মোহন চাকমা (৭২), শান্তিরাম চাকমা (৩৩), চাতুই চাকমা (৩৫), শান্তি রঞ্জন চাকমা (৩৫),কল্পরঞ্জন চাকমা (৪৫), জ্যোতি বিকাশ চাকমা(২৮), পাখি রাম ত্রিপুরা (৩১), ছতিয় ত্রিপুরা (৬০), জুয়েল ত্রিপুরা (২৬)। তারা পুনর্বাসন চাকমা পাড়া ও ইমানুয়েল ত্রিপুরা গ্রামের বাসিন্দা।
আইনশৃঙ্খলা বাহিনী প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘদিন ধরে সশস্ত্র সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন এলাকায় চাঁদাবাজী, ডাকাতি ও সন্ত্রাসীর কার্যকলাপ চালিয়ে আসছিল। এমন গোপন সংবাদ পেয়ে সেসব দুর্গম এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযানে পুর্ণবাস ও ইমানুয়ের এলাকা থেকে সশস্ত্র সংগঠনের ৯ জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় ৪টি গাদা বন্দুক, ২টি ব্যারেল ও পরিহিত ইউনিফর্মসহ ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম।
৫নং টংকাবতী ইউনিয়নের চেয়ারম্যান মায়াং ম্রো প্রদীপ জানান, পুনর্বাসন চাকমা পাড়ায় সেনাবাহিনী অভিযান চালিয়ে সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে গেছে।
আলীকদম জোনের উপ-অধিনায়ক মেজর মো: মঞ্জুর মোর্সেদ জানান, আলীকদম ও লামা এলাকায় কোন প্রকার চাঁদাবাজদের ছাড় দেয়া হবে না। যে কোন ধরনের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতে চলমান থাকবে বলে জানান তিনি।