খাগড়াছড়িতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পাহাড়িদের অবস্থান ধর্মঘট
খাগড়াছড়ি প্রতিনিধি॥
খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়িতে বাঙ্গালীরা ঘর-বাড়ি নির্মাণের যে উদ্যোগ গ্রহণ করেছে তা অনতিবিলম্বে বন্ধ করার দাবীতে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্ধ্যায় অবস্থান ধর্মঘট ও জেলা প্রশাসককে স্বারকলিপি প্রদান করেছে পাহাড়ি এলাকাবাসী।
সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাতটা দশ মিনিট পর্যন্ত তারা এ অবস্থান ধর্মঘট করলে জেলা প্রশাসক মো. মাসুদ করিম প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের আশ্বাস দেন। এ বিষয়ে বৃহস্পতিবার জরুরী সভা করার ঘোষণাও দেন জেলা প্রশাসক। জেলা প্রশাসকের আশ্বাসের পর তাদের অবস্থান ধর্মঘট তুলে নেন।
Facebook Comment