বিলুপ্তপ্রায় ধনেশ পাখি উদ্ধার করল কাপ্তাই বনবিভাগ


পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে বিলুপ্তপ্রায় দুটি ধনেশ পাখি ও একটি টিয়া পাখি উদ্ধার করেছে। মঙ্গলবার (১০জুন) দুপুর ২টায় বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ভেতর হতে ২টি বিলুপ্তপ্রায় পাকড়া ধনেশের বাচ্চা ও একটি টিয়ে পাখি উদ্ধার করা হয়।
কর্ণফুলী ও কাপ্তাই রেঞ্জের যৌথ এ অভিযানে সহকারী বন সংরক্ষক মাসুম আলম এর সার্বিক সহযোগীতায় নেতৃত্ব দেন সহকারী বন সংরক্ষক আবু কাওসার, রেঞ্জ কর্মকর্তা কার্ণফুলী রেঞ্জ। এছাড়াও উপস্থিত ছিলেন কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন, বড়ইছড়ি স্টেশন কর্মকর্তা এসএম মহিউদ্দিন চৌধুরী, কর্ণফুলী সদর বিট কর্মকর্তা মুনিরুল ইসলাম ও কাপ্তাই রেঞ্জ সহায়ক ওসমান গণি। পাখিগুলো উদ্ধারের পর রাঙ্গুনিয়া এভিয়ারি এন্ড ইকোপার্কে হস্তান্তর করা হয়।
ছবি : প্রতীকি