মহালছড়ি সেনাজোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

fec-image

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার আওতাধীন সিন্ধুকছড়ি ইউনিয়নের পঙ্খীমূড়ায় মহালছড়ি সেনাজোন কর্তৃক একটি বিশেষ বিনামূল্যে চিকিৎসাসেবা পরিচালনা করা হয়।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ২.৩০ মি. পর্যন্ত প্রায় ৩ শতাধিক দুস্থ ও হতদরিদ্র পাহাড়ি-বাঙালিদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণ করা হয়।

দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর এরূপ মহতী উদ্যোগে স্থানীয় জনসাধারণ অত্যন্ত আনন্দিত। মহিলা, শিশু ও বয়োবৃদ্ধগণ নিজেদের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পেয়ে মহালছড়ি সেনাজোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে মহালছড়ি সেনা জোনের অধিনায়কের সাথে কথা বলে জানা যায়, “মহালছড়ি সেনা জোন সাধারণ মানুষের পাশে থেকে তাদের উন্নত মানের জীবনযাত্রা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে আন্তরিকভাবে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে।”

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চিকিৎসাসেবা, মহালছড়ি, সেনাজোন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন