মহালছড়ি উপজেলায় উন্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী বাছাই কার্যক্রম
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় সরকারের সমাজসেবা কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা এবং অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রমের আওতায় উন্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী বাছাই কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) উপজেলা মাইসছড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই কার্যক্রম উদ্বোধন করেন মহালছড়ি উপজেলা নিবার্হী অফিসার প্রিয়াংকা দত্ত।
মহালছড়ি উপজেলা সমাজসেবা কাযার্লয়ের ব্যবস্থাপনায় উক্ত কার্যক্রম অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সামশুল আলম, সমাজ সেবা অফিসের ফিল্ড সুফার ভাইজার সত্যজিৎ দে ও উক্ত দপ্তরের অন্যান্য কর্মকতার্ কর্মচারীগণ, মাইসছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজাই মামার্ ও মেম্বারগণ।
এ সময় উপজেলা নিবার্হী অফিসারের পক্ষ থেকে স্থানীয় শীতার্তদের মাঝে উল্লেখযোগ্য পরিমান কম্বল ও শিশুদের মাঝে সোয়েটার বিতরণ করা হয়।
এদিন মাইসছড়ি ইউনিয়ন এলাকায় প্রতিবন্ধী-৬৯ জন, বিধবা ও বয়স্কা-৪২জন, এ বৃদ্ধ ও বয়স্ক-৩৭জন, মোট ১৪৮জনকে কার্ড প্রদান ও ভাতা প্রদান এর জন্য বাছাই করা হয়।