উখিয়ায় কার্পেটিং সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

fec-image

উখিয়া উপজেলার ৩নং হলদিয়া পালং ইউনিয়নের পাগলিরবিল থেকে ৩নং ওয়ার্ডের নতুনবাজার পর্যন্ত জন চলাচলের রাস্তাটি ১কিলোমিটার কার্পেটিং সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজন এনিয়ে সংশ্লিষ্ঠ ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রতি দাবি জানিয়েছেন।

সরেজমিন দেখা গেছে, উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের হলদিয়া-পাগলিরবিল সংযোগ সড়কের কার্পেটিংয়ের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। কিন্তু সংশ্লিষ্ঠ ঠিকাদার অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে কংক্রিটের সাথে বালির পরিবর্তে দিচ্ছে পাহাড়ের মাটি।

কার্পেটিং কাজে নিয়োজিত শ্রমিকের নিকট থেকে ঠিকাদারের নাম ও মোবাইল নাম্বার চাইলে কেউ নাম ও নাম্বার দিতে রাজী হয়নি।

এসময় নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন এলাকাবাসি অভিযোগ করে জানান, স্বাধীনতার পরবর্তী সময় থেকে অদ্যবধি রাস্তাটি নির্মাণের জন্য সরকার এবং জনপ্রতিনিধিদের নিকট অনেক আবেদন-নিবেদন করেছি।

সর্বশেষ কার্পোটিং টেন্ডার হওয়ার পর অনেক আনন্দে ছিলাম। কিন্তু দুঃখের বিষয়, এখন বলাও যাচ্ছে, সহ্যও হচ্ছেনা। যে অনিয়মের মাধ্যমে সড়কে নিম্নমানের কাজ হচ্ছে এতে সামনের বর্ষা মৌসুম পর্যন্ত রাস্তাটি টেকসই হয় কিনা সন্দেহ রয়েছে।

তারা বিষয়টি সরেজমিন পরির্দশন করে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রতি দাবি জানান।

এব্যাপারে জানতে চাইলে হলদিয়াপালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম জানান, সড়কের কাজ সবে মাত্র শুরু হয়েছে। নির্মাণ কাজের অনিয়মের বিষয়ে তিনি অবগত নয়। তবে খোঁজ খবর নিয়ে দেখবেন বলে জানিয়েছেন।

উখিয়া উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, কংক্রিটের সাথে কখনো পাহাড়ের মাটি ব্যবহার করা যাবেনা, তবে কাদা বালি ব্যবহার করা যাবে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্ঠ ঠিকাদারের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে এ প্রতিবেদনকে আশ্বস্থ করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উখিয়া, দুর্নীতি, সড়ক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন