মাটিরাঙ্গায় নব-গঠিত জিয়া পরিষদের পরিচিতি সভা

খাগড়াছ‌ড়ি মা‌টিরাঙ্গা উপ‌জেলা জিয়া পরিষদের নব-গঠিত কমিটির পরিচিতি সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে শ‌নিবার (২২‌ফেব্রুয়ারী) দুপু‌রের দি‌কে মা‌টিরাঙ্গা চৌধুরী ক‌মি‌উনি‌টি ‌সেন্টা‌রে অনু‌ষ্ঠিত সভায় মা‌টিরাঙ্গা উপ‌জেলা জিয়া প‌রিষদ সভাপ‌তি হারুনুর রশিদের সভাপ‌তি‌ত্বে প্রধান ছি‌লেন খাগড়াছড়ি জেলা জিয়া পরিষদ সভাপতি মোজাম্মেল হক।

সভায় স্বাগত বক্তব্য রা‌খেন মা‌টিরাঙ্গা জিয়া প‌রিষদ সাধারণ সম্পাদক বেলাল আহমদ, প্রধান বক্তা ছি‌লেন উপ‌জেলা বিএন‌পি সাধারণ সম্পাদক বদিউল আলম (বদি)।

মাটিরাঙ্গাউপজেলা জিয়া পরিষদের আ‌য়োজ‌নে জিয়া পরিষদ সহ সভাপ‌তি রবিউল আলমের সঞ্চালনয় বিশেষ অ‌তি‌থি ছি‌লেন, জেলা জিয়া পরিষদ সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম সম্পাদক, মা‌টিরাঙ্গা পৌর বিএন‌পির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী ,জেলা জিয়া পরিষদ সহ-সভাপতি নাসরিন আক্তার , সাংগঠ‌নিক সম্পাদক শিউলি বিশ্বাস।

আওয়ামী ষড়যন্ত্র হ‌তে সতর্ক থাকার আহ্বান জানি‌য়ে মোজ্জা‌ম্মেল হক বলেন, বাংলা‌দে‌শের রাজ‌নি‌তি‌তে গভীর ষড়যন্ত চল‌ছে। বিএন‌পি তথা তা‌রেক রহমা‌নের হাত‌কে শ‌ক্তিশালী ও ষড়যন্ত্র মোকা‌বেলায় সকল‌কে ঐক‌্যবদ্ধভা‌বে কাজ করতে হ‌বে।

পাহা‌ড়ে সাম্প্রদা‌য়িক সম্প্রী‌তির কথা উ‌ল্লেখ ক‌রে তি‌নি আ‌রো ব‌লেন, শেখ ম‌জিবুর রহমান পার্বত‌্য এলাকায় সাম্প্রদা‌য়িকতার বীজ বপন ক‌রে‌ছেন। তারই ধারাবা‌হিকতায় ৫আগষ্ঠ পরবর্তী ফ‌্যা‌সিস্টরা বি‌ভিন্ন ভা‌বে পাহা‌ড়ে অ‌স্থি‌তি‌শিলাতা সৃ‌ষ্টির চেষ্টা ক‌রে‌ছে। জেলা বিএন‌পির সভাপ‌তি ও সা‌বেক সাংসদ ওয়াদুদ ভুইয়ার দৃঢ় প্রচেষ্টায় ফ‌্যা‌সিস্ট‌দের ষড়যন্ত্র ব‌্যর্থ হ‌য়ে‌ছে। সম্প্রদা‌য়িক সম্প্রী‌তি বজায় রেখে আগামী নির্বা‌নের জন‌্য কাজ করার আহবান জানান তি‌তি। এ সময় উপজেলা ও জেলা বিএন‌পির অঙ্গ ও সংগঠ‌নের নেতৃবৃন্দগন উপ‌স্থিত ছি‌লেন।

উ‌ল্লেখ‌্য গত ২‌ সে‌প্টেম্বর ২০২৪ সা‌লে ৭১ জন বি‌শিষ্ট‌্য পুূর্নাঙ্গ ক‌মি‌টির অনু‌মোদন দেন খাগড়াছ‌ড়ি জেলা জিয়াা পরিষদ ।

ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, মাটিরাঙ্গা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন