মাটিরাঙ্গা সীমান্তে ফেনী নদীতে শিকলে বাধা যুবকের মরদেহ উদ্ধার
মাটিরাঙ্গা উপজেলার অযোধ্যা এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্ত ফেনী নদীতে শিকলে বাঁধা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বেলছড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড অযোধ্যা বিওপির পাশে নুরনবী পাড়ায় অযোধ্যা ছড়ার মুখে ফেনী নদীতে হাতে পায়ে শিকল দিয়ে তালা মারা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে মাটিরাঙ্গা থানা পুলিশ।
মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত বলেন, ফেনী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা মাটিরাঙ্গা থানা পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে অন্য কোথাও তাকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।
তবে লাশটি কোন সম্প্রদায়ের ও কোন দেশের বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নিউজটি ভিডিওতে দেখুন: