মাটিরাঙ্গায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের উদ্বোধন

বহু প্রত্যাশিত খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নব নির্মিত বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে উদ্বোধন করা হয়েছে। সোমবার (৭ নভেম্বর) বিকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ও ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক ট্রাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি পাঠাগারের উদ্বোধন করবেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে গত ১৪ ডিসেম্বর ২০১৯ সালে উক্ত ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপনের মধ্য দিয়ে দীর্ঘ প্রায় তিন বছর ধরে ভবনটি নির্মাণ কাজে খরচ হয়েছে তিন কোটি চৌদ্দ লাখ টাকা।
পাঠাগার উদ্বোধন শেষে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সাধরণ সুবাস চাকমার সঞ্চালনায় সভাপতি এম হুমায়ুন মোরশেদ খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীবাহাদুর উশৈসিং এবং উদ্বোধক হিসেকে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়াম্যন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং তার বলেন, প্রধানমন্ত্রীর সুদৃষ্টির কারণে পার্বত্য চট্টগ্রামের প্রতিটি ইউনিয়নে উন্নয়নের ছোয়া লেগেছে। বাংলাদেশ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করছে। দেশের ক্রমাগত উন্নয়ন অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই, তারই নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাবে সারাবিশ্বে যখন দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে সেখানে সবাইকে ধৈর্য ধার করতে হবে। দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন জননেত্রী শেখ হাসিনাকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত সহিলা আসনের এমপি বাসন্তী চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী (অপু), মাটিরাঙ্গা পৌরসভার মেয়র শামছুল হক, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী, জেলা- উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীগণ।