মাটিরাঙ্গায় ৬ লক্ষাধিক টাকার ভারতীয় ঔষধ জব্দ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সরকারি কর ফাঁকি দিয়ে অবৈধ পথে আসা ৬ লক্ষাধিক টাকার ভারতীয় ঔষধ জব্দ করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
সোমবার (৮ মে ) সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাদ্দাম হোসেন ও এসআই মাসুদুর রহমান পাটোয়ারীর নেতেৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলার বেলছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জন্তুর আলী পাড়ার জনৈক শাহিনুর আলম শাকিলের টিলার ঢাল সংলগ্ন বাঁশঝাড়ের নিচ থেকে মালিকবিহীন অবস্থায় চার বস্তা ১ লাখ ২৮ হাজার পিস ঔষধ জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৬ লাখ ৪০ হাজার টাকা।
মাটিরাঙ্গা থানা অফিসার ইচার্জ মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যেকোন ধরনের অপতৎপরতা নিয়ন্ত্রণে মাটিরাঙ্গা থানা পুলিশ সবসময় প্রস্তুত রয়েছে।