মিষ্টির প্যাকেটে গাঁজাসহ যুবক আটক
কক্সবাজারের পেকুয়ায় মিষ্টির প্যাকেটে এক কেজি গাঁজাসহ মো. আব্দু শুক্কুর (২২) নামের এক যুবককে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে পেকুয়া সদর ইউনিয়নের সালাউদ্দিন ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আটক চকরিয়া উপজেলার ইসলাম নগর এলাকার মৃত ইমাম হোসেনের ছেলে।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিষ্টির প্যাকেটে থাকা এক কেজি গাঁজাসহ পাচারকারী শুক্কুরকে আটক করা হয়। অভিনভ পদ্ধতিতে সে দীর্ঘদিন ধরে মাদক পাচার করে আসছিলো। গাঁজা উদ্ধারের ঘটনার তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।