রাঙামাটিতে সুসজ্জিত হাউজবোটের উদ্বোধন করলেন এমপি দীপংকর
রাঙামাটিতে সুসজ্জ্বিত ‘বার্গী লেকভিউ প্রিমিয়াম’ নামের একটি হাউজবোট’র উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার।
সোমবার (১ মে) সকালে বার্গী রিসোর্ট এর পাশে কাপ্তাই হ্রদে এ বোটটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে এমপি বলেন, রাঙামাটির পর্যটন খাতের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। তবে উন্নয়নের পূর্বশর্ত হলো সন্ত্রাসী, চাঁদাবাজি, খুন, গোলাগুলি বন্ধ করতে হবে।
এমপি এসময় কাপ্তাই হ্রদের দূষণ রোধে মানহীন কোন বোট না নামার পরামর্শ দেন উদ্যোক্তাদের।
এছাড়া এসময়রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি কাঞ্চন চাকমা, জেলা পরিষদের সদস্য অংসুইসাইন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম এবং বোটটির উদ্যোক্তা বাপ্পী তঞ্চঙ্গ্যা এবং কাজী রকিবুর রহমান মুন্নাসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নিউজটি ভিডিওতে দেখুন: