রামুতে চেক বিতরণ ও সড়ক উদ্বোধনে এমপি কমল

fec-image

সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের গ্রামগুলো এখন শহরে পরিনত হচ্ছে। আওয়ামী লীগ নেতৃত্বাধিন সরকার উন্নয়নের মাধ্যমেই দেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছে। ব্যাপক উন্নয়নের সুফল এখন দেশের প্রতিটি নাগরিক ভোগ করছে। যোগাযোগ ব্যবস্থায় দূর্ভোগের চিত্র এখন মানুষ ভুলে গেছে। অভূতপূর্ব উন্নয়নের জন্যই আগামী নির্বাচনে আবারও জনগণ নৌকা প্রতীককে বিপুল ভোট দিয়ে আওয়ামী লীগতে জয়ী করবে।

এমপি কমল আরও বলেন, বর্তমান সরকার ৫ শতাধিক মডেল মসজিদ নির্মাণসহ ধর্মীয় শিক্ষার প্রসারে প্রশংসনীয় অবদান রেখেছে। হিন্দ ও বৌদ্ধ ধর্মীয় উপাসনালয়গুলোতে বিশেষ বরাদ্ধ দিয়ে ধর্মীয় শিক্ষার অবারিত সুযোগ দিয়েছে। উন্নয়নের পাশাপাশি সকল ধর্মের মানুষের সৌহাদ্যপূর্ণ সহাবস্থান অটুট রেখে উন্নয়ন ও সম্প্রীতির অনন্য নজির স্থাপন করেছে। আওয়ামী লীগ উন্নয়ন আর সম্প্রীতির সরকার। যারা বর্তমান সরকারের এসব উন্নয়ন দেখেনা, তারা দেশের কল্যাণকামী নয়। তারা বিএনপি-জামাতের নেতৃত্বে ধ্বংসাত্মক কর্মকান্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত। আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেকাকর্মীরা বিএনজি-জামাতের দেশবিরোধী অপকর্ম প্রতিরোধে স্বোচ্ছার রয়েছে।

রবিবার (২৩ জুলাই) বিকাল ৪টায় জেলার ১০০ বৌদ্ধ বিহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রদত্ত বিশেষ অনুদানের চেক বিতরণ এবং রামু উপজেলার রশিদনগর ইউনিয়নে ১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে ১ হাজার মিটার আরএইচডি-খালিশপুর সড়ক, ১ কোটি ৬৬ লাখ ব্যয়ে ১৪০০ মিটার দীর্ঘ ধলিরছড়া ঘইস্যামুরা-শাহ আলম হাউস কার্পেটিং সড়ক উদ্বোধন ও পানিরছড়া গ্যারেজ হতে নাছিরা পাড়া মৌ. আবদুল গণি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে একাধিক সমাবেশে প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেন।

রবিবার রামু উপজেলা পরিষদ মিলনায়তনে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কক্সবাজার জেলার ১০০ বৌদ্ধ বিহারের সভাপতি, সম্পাদকের হাতে প্রধানমন্ত্রীর প্রদত্ত অনুদানের ১৫ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাইমুম সরওয়ার কমল এমপি। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ‘বাফুফে’ সদস্য বিজন বড়ুয়া, রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু, রামু প্রেসক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া, রশিদনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমডি শাহ আলম প্রমুখ। এ অনুষ্ঠান সঞ্চালনা করেন, বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের সাধারণ সম্পাদক শিপন বড়ুয়া।

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে ও রামু উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কক্সবাজার সদর, মহেশখালী, উখিয়া, টেকনাফ, চকরিয়া, রামু উপজেলার বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ বিহারের সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রশিদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমডি শাহ আলম, প্রবীন আওয়ামী লীগ নেতা উলা মিয়া, রামু উপজেলা প্রকৌশলী মো. মঞ্জুর হাসান ভুঁইয়া, রামু প্রেস ক্লাব সভাপতি নীতিশ বড়–য়া বক্তব্য রাখেন। এতে রশিদনগর ইউনিয়ন পরিষদের সদস্য, আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর ১ টায় কক্সবাজার জেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে বিশেষ অতিথির ও সকাল ১১ টায় কক্সবাজার শহীদ দৌলত ময়দানে জেলা প্রশাসন ও বন বিভাগ আয়োজিত বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উদ্বোধন, বিতরণ সড়ক, রামু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন