রাঙামাটিতে হানাদার মুক্ত দিবস পালিত
রাঙামাটিতে হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে জেলা শহরের উন্নয়ন বোর্ড এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘জীবন’ এর আয়োজনে এ দিবস পালন করা হয়।
রাঙামাটিতে প্রথম স্বাধীন পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা কর্নেল মণীষ দেওয়ান ওইদিন সকালে আবারো একই এলাকা থেকে লাল সবুজের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবসের শুভ সূচনা করেন।
এ সময় শহীদ আব্দুর শুক্কুর পরিবারের সদস্য আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, জীবন এর প্রতিষ্ঠাতা সাজিদ বিন জাহিদ মিকি এবং চারু শিল্পী মো. ইব্রাহিমসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
রাঙামাটিতে হানাদার মুক্ত দিবস সরকারিভাবে পালনের লক্ষ্যে এ সময় সংগঠনটির নেতৃত্বে মানববন্ধন করা হয়।
ঘটনাপ্রবাহ: মানববন্ধন, সংগঠন, হানাদার মুক্ত দিবস
Facebook Comment