খাগড়াছড়িতে মানববন্ধনে গুম-খুনের বিচার ও আটক বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবি

fec-image

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে বিএনপি।

রবিবার (১০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে খাগড়াছড়ি গেইট এলাকায় আয়োজিত মানববন্ধনে গুম-খুনের বিচার ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানান নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরী মারমা, খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাধারণ সম্পাদক শাহেনা আক্তার।

মামলা-গ্রেফতার উপেক্ষা করে টানা হরতাল-অবরোধ কর্মসূচির পর অনেক দিন পর খাগড়াছড়িতে সমাবেশ করলো বিএনপি।

বিএনপির দাবি, ২৮ অক্টোবরের পর খাগড়াছড়িতে মামলা হয়েছে ১৫টি। মামলায় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া ও তার স্ত্রী জাকিয়া জিনাত বিথীসহ ৫৩৭ জনের নাম উল্লেখ করে আরো অনেককে অজ্ঞাত নামা আসামি করা হয়েছে। এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে ১৫৬ জন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, বিএনপি, মানববন্ধন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন