রাঙামাটিতে ৫০০ লিটার চোলাই মদ জব্দ, আটক ১
রাঙামাটিতে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ৫০০ লিটার চোলাই মদ জব্দ করেছে। এ ঘটনায় আটক করা হয়েছে একজনকে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) জেলা শহরের নতুন পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার নতুন পাড়া এলাকায় পাহাড়ি চোলাই মদ বিক্রি করা হচ্ছে গোপনে এমন তথ্য পাওয়ার পর ওই এলাকায় অভিযান চালানো হয়। ঘটনাস্থলে ৫০০ লিটার চোলাই মদ এবং মদ তৈরির উপকরণ সামগ্রী জব্দ করা হয়। এসময় সুফল তালুকদার নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
অভিযান পরিচালনা করা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ঘটনাপ্রবাহ: আটক, চোলাই মদ, জব্দ
Facebook Comment