রাঙ্গামাটিতে সন্ত্রাসী হামলায় আইনজীবী আহত
আলমগীর মানিক,রাঙামাটি:
মামলায় আসামীদের পক্ষে কাজ করায় বাদি পক্ষের চিহ্নিত সন্ত্রাসীদের হাতে বেদম মারধরের শিকার হয়েছেন রাঙামাটি জজ কোর্টের শিক্ষানবীস আইনজীবী হারুনুর রশীদ হারূন। বৃহস্পতিবার বেলা দুইটার সময় জজ কোর্ট সংলগ্ন হ্যাপীর মোড়ে এই ঘটনা ঘটে। হাসপাতালের বেডে আহত হারূন জানান, পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে বনরূপা হ্যাপির মোড়ের সামনে হঠাৎ করে অর্তকিতভাবে এসে হোন্ডা থেকে নেমে বাঘাইছড়ির আমতলীর সন্ত্রাসীদের গডফাদার চিহ্নিত সন্ত্রাসী রাসেল এর নেতৃত্বে স্বপন ও সৌরভ মুৎসদ্দিসহ প্রায় ১০/১২ জন সন্ত্রাসী প্রথমে টাই ধরে কিল-ঘুষি ও লাথি মারতে থাকে এসময় আমি মাটিতে পড়ে গেলে একপর্যায়ে তারা লোহার রড ও লাঠি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করতে থাকে। ঐ মুহুর্তে সেখানে রাঙ্গামাটির বিশিষ্ট্ ব্যক্তিত্ব মাওলানা শাহাজাহান ও জেলা যুবলীগের সভাপতি মোঃ আকবর আমাকে তাদের হাত থেকে উদ্ধার করে প্রাণে রক্ষা করে। হাসপাতালে বেডে শুয়ে কান্নাজড়িত কণ্ঠে হারুন জানান, রাসেল বাহিনীর টার্গেট ছিল আমাকে মেরে ফেলা। সম্পূর্ণ বিনা উস্কানীতে আমাকে আকষ্মিক ভাবে হোন্ডা থেকে নেমেই আক্রমন করে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এদিকে সাবেক ছাত্র নেতা ও পৌর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট হারুন অর রশিদকে সরকার সমর্থক চিহ্নিত সন্ত্রাসী রাসেল, স্বপন ও সৌরভ মুৎসুদ্দি গং কর্তৃক সম্পূর্ণ বিনা উস্কানীতে আদালত থেকে ফেরার পথে এডভোকেট হারুন অর রশিদকে আক্রমন ও অমানষিক ভাবে মারধর করায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা জামায়াতের আমীর আব্দুল আলীম ও জেলা সেক্রেটারী হাশেমুল হক খন্দকার, পৌর জামায়াতের আমীর মাওলানা জাহাঙ্গীর এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ শহিদুল্লাহ কায়ছার ও সেক্রেটারী মোঃ রহমত উল্লাহ।