রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যােগে শান্তি চুক্তির বর্ষপূর্তি পালিত


রাজস্থলীতে শান্তি চুক্তি দিবস উপলক্ষে সাব জোনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) রাজস্থলী সাব জোন প্রাঙ্গনে শান্তির দূত পায়রা অবমুক্ত ও বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন। এরপর বর্ণিল সাজে সজ্জিত হয়ে নানা শ্রেণিপেশা মানুষের উপস্থিতিতে র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ও বাজার হয়ে এসে শেষ হয় ।
পরে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, রাজস্থলী সাব জোন অধিনায়ক মেজর আবদুল্লাহ আল মাহিন, উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেযারম্যান রবার্ট ত্রিপুরা।
এসময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী মানুষের জন্য এই শান্তি চুক্তি ছিল একটি যুগান্তরকারী এবং মহৎ উদ্যোগ। পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি বাস্তবায়নের ফলে পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীরা আজ এর সুফল ভোগ করছে। পাহাড়ে অনেক অনেক উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে এবং চলমান রয়েছে। পাহাড়ে যারা অশান্তি করে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তাদের প্রতিহত করতে হবে। এছাড়া পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী সকলকে শান্তি চুক্তির শুভেচ্ছা জানানো হয়।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি, স্কুল শিক্ষক, শিক্ষার্থী, রাজস্থলী সাব জোনের সকল পদবির সদস্যরা।