ভোটারদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি
রামগড়ে নৌকা প্রার্থীর প্রচারণা ও জনসংযোগ
২৯৮নং খাগড়াছড়ি আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা জমজমাট হয়ে উঠেছে। নৌকা প্রচারণাকালে বিভিন্ন এলাকায় এলাকায় ভোটারদের মাঝে বিপুল উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।
শনিবার (২৩ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা রামগড় উপজেলার থলিপাড়া, নাকাপা, পাতাছড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। তিনি সেখানে স্থানীয় ভোটারদের সাথে পথসভায় অংশ নেন। এছাড়াও রামগড় বাস টার্মিনালে নৌকার সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটারদের কাছে নৌকায় ভোট প্রার্থনা করছেন। এলাকা উন্নয়নের জন্য দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।
ঘটনাপ্রবাহ: নৌকা, রামগড়
Facebook Comment