কক্সবাজার জেলায় নৌকার মাঝি হলেন যারা

fec-image

কক্সবাজার ৪টি আসনে মনোনয়ন পেলেন যারা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রর্থীদের নাম ঘোষণা করা হয়েছে। রবিবার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় মনোনয়ন প্রত্যাশীসহ হাজার হাজার নেতাকর্মী কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন।

কক্সবাজার জেলায় নৌকার চূড়ান্ত প্রার্থী হিসেবে চারজনের নাম চূড়ান্ত করা হয়েছে। তারা হলেন, কক্সবাজার-১ সালাহ উদ্দীন আহমদ, কক্সবাজার-২ আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৩ সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-৪ শাহীন আক্তার

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বর্তমান সংসদ সদস্য জাফর আলম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বহর থেকে ছিটকে পড়েছেন। তাঁর স্থলে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ। এ আসনে সাংসদ জাফরের আধিপত্যে এবার ভাটা পড়বে বলে ধারণা করছেন অনেকেই। তাই সেখানে অধিকতর ক্লিন ইমেজের সালাউদ্দিন আহমেদকে মনোনয়ন দেওয়ায় চকরিয়া পেকুয়ার সর্বস্থরের শান্তিপ্রিয় মানুষ খুশি হয়েছেন বলে জানান চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন।

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিককে মনোনয়ন দেওয়া হয়েছে। যদিও মহেশখালীর জনসভায় এসে আশেক উল্লাহ রফিককে সবার হাতে তুলে দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশেক উল্লাহ রফিক সাবেক আওয়ামী লীগ নেতা মরহুম অ্যডভোকেট রফিক উল্লাহ’র ছেলে।

কক্সবাজার ৩ (সদর-রামু-ঈদগাহ) আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। সদর আসনে সাংসদ কমলের মনোনয়ন প্রাপ্তিকে কক্সবাজার এবং রামুতে তাৎক্ষণিক আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে তার সমর্থক দলীয় নেতাকর্মীরা। রবিবার আশেক উল্লাহ রফিকের নাম ঘোষণা হওয়ার পর থেকে এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ চলছে বলে জানান মহেশখালী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছৈয়দুল কাদের।

বহুল আলোচিত কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আবারো মনোনয়ন পেয়েছেন আলোচিত সাবেক সাংসদ আব্দুর রহমান বদির স্ত্রী শাহীন আক্তার। তাকে আবারও প্রার্থী ঘোষণা করায় বদি ঘরানার নেতাকর্মীদের মাঝে আনন্দ উল্লাস চলছে বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, নৌকা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন