রামগড়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

fec-image

রামগড় পৌর শহরে প্রধান বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং কৃষি বিপণন আইন ২০১৮ এ ৩টি মামলায় আইন ভঙ্গকারী ৩ ব্যবসায়ীকে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন বলেন, ‘ব্যবসায়ীদের সর্তক করার জন্যই আজ ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেছেন। এখন নিয়মিতভাবেই ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে। ভবিষ্যতে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত কঠোর শাস্তি দেবেন।

উল্লেখ্য, রবিবার রামগড় পৌরসভার নজীরটিলা এলাকায় পাহাড় কাটা ও অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত জসিম উদ্দিন প্রকাশ বাঘ জসিম নামে এক ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জরিমানা, ব্যবসায়ী, ভ্রাম্যমাণ আদালত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন