রামুতে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা
রামু প্রতিনিধি:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রামুবাসী ঐক্যবদ্ধ ছিলো। উপজেলা নির্বাচনেও এমপি কমলের সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ লক্ষ্যে রামু উপজেলার ৬১টি ভোট কেন্দ্র ভিত্তিক নেতৃবৃন্দ হাতে হাত রেখে শপথ গ্রহণ করেছেন।
আসন্ন রামু উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত বিশাল মত বিনিময় সভায় এ শপথ নেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠণের নেতারা।
সভায় সর্বস্তরের নেতৃবৃন্দ এমপি কমল সমর্থিত নেতাদের নৌকা প্রতীকে মনোনীত করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান।
রবিবার (৩ ফেব্রুয়ারি) বিকালে সাইমুম সরওয়ার কমল এমপি’র বাসভবন ‘ওসমান ভবন’ প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল।
সভায় তিনি বলেন, যারা বিগত সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে কেন্দ্রে যায়নি তাদের রামুবাসী কখনো ভোট দেবে না।
সভায় চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীরাসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।