রোহিঙ্গা ক্যাম্পে বজ্রপাতে বাবা-মেয়েসহ ৩ জনের মৃত্যু

fec-image

কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে বজ্রপাতে বাবা-মেয়েসহ তিন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। সোমবার (১০ মে) সকালে তারা মারা যান।

নিহতরা হলেন, বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ব্লক- এল/১৮ এর ফকির আহমেদের ছেলে মো. আবুল কালাম (৫৬), তার সাত বছরের মেয়ে সন্তান উম্মে হাবিবা ও ক্যাম্প-১১ এর হোসেন আহমেদের মেয়ে ঐশি (১৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকায় ভারী বৃষ্টিপাত হয়। এ সময় বজ্রপাতও হয়। বজ্রপাতে বালুখালী ক্যাম্পের নিজ শেল্টারের সামনে বাবা-মেয়ে বিদ্যুৎপৃষ্ট হলে স্থানীয় রোহিঙ্গারা নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অন্যদিকে একই সময় প্বার্শবর্তী আরেক রোহিঙ্গা কিশোরী বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে বলে জানা যায়।
৮ এপিবিএন ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ শিহাব কায়সার খান জানান, বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে বাবা-মেয়ে ও একজন কিশোরীসহ বজ্রপাতে তিন রোহিঙ্গা মৃত্যু হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বজ্রপাত, মৃত্যু, রোহিঙ্গা ক্যাম্প
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন