লংগদুতে ঝুলন্ত অবস্থায় কিশোরীর লাশ উদ্ধার

রাঙ্গামাটির লংগদুতে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় আসমা আক্তার (১৫) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে লংগদু থানা পুলিশ।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২ টায় উপজেলার আটারকছড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড উত্তর ইয়ারিংছড়ি এলাকায় নিজ বসত ঘর থেকে মোছা. আসমা আক্তার(১৫) এর লাশ উদ্ধার করে পুলিশ। সে ওই এলাকায় মো. হারেজ আলীর মেয়ে।
পুলিশ সূত্র জানায়, ওই কিশোরীর পরিবার আর্থিকভাবে অসচ্ছল। দুপুরে ওই কিশোরী মায়ের কাছে ভাত খেতে চাইলে মা একটু অপেক্ষা করতে বলেন। মেয়েটির মা তাড়াতাড়ি করে ভাত রান্না করে মেয়েকে ডাকলে কোন সাড়া না পেয়ে খোঁজতে গিয়ে এক পর্যায় অব্যবহৃত টয়লেটে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
আটারকছড়া ইউপির সদস্য ও আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমান জিয়া ঘটনার জানান, মেয়েটি মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করে।
এদিকে খবর পেয়ে লংগদু থানার ওসি তদন্ত জালাল উদ্দীন ও এস আই আল আমিন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে লংগদু থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন লংগদু থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দীন। তিনি বলেন, লাশ উদ্ধার পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।