লামায় অভিযানেও থামছে না পাহাড় কাটা


লামা উপজেলার ফাইতং ইউনিয়নে নির্বিচারে পাহাড় কাটা হচ্ছে। ইটভাটায় মাটি সরবরাহ করার জন্য চলতি মৌসুমে শতাধিক পাহাড় কর্তন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অব্যাহত অভিযানেও পাহাড় কাটা বন্ধ হচ্ছে না বলে জানাগেছে।
বোল্ড ড্রোজার ও স্কেভেটর দিয়ে প্রতিদিন এবং রাতে অব্যাহত ভাবে পাহাড় কাটা হচ্ছে।
লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব ফাইতং ইউনিয়নের মেউন্দা মুসলিম পাড়ায় বুধবার অভিযান চালিয়ে জমির আলীর ছেলে মোঃ রফিকুল ইসলাম (২৬) কে পাহাড় কাটার দায়ে ২ লক্ষ টাকা অর্থদন্ড ও অনাদায়ে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।
এর আগে পাহাড় কাটার দায়ে এফএসি ইটভাটার মালিককে লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন ৭ লক্ষ টাকা জরিমানা করেছেন।
উপজেলার ফাইতং ইউনিয়নে বর্তমানে প্রায় ২৫টি ইটভাটা অবৈধ ভাবে পরিচালনা করা হচ্ছে। নির্বিচারে পাহাড় কেটে এই সকল ইটভাটার মাটির যোগান দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন জানান, পাহাড় কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পাহাড় কাটার সাথে জড়িতদের কোন ভাবেই ছাড় দেওয়া হবে না।