‘সকলের আন্তরিক প্রচেষ্টাই পারে দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে’


রোড টু স্মার্ট বাংলাদেশ এর আওতায় বান্দরবান জেলা আওয়ামী লীগের স্মার্ট কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৫ মে) দুপুরে এর উদ্বোধন করেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা মনিটরিং সেলের সমন্বয়ক কবির বিন আনোয়ার।
পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী,জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ, জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পৌরসভার মেয়র সৌরভ দাশ শেখর, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া, পৌর আওয়ামী লীগ সভাপতি অমল কান্তি দাশসহ অঙ্গ সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক অনেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন ,স্মার্ট বাংলাদেশ গড়তে প্রযুক্তির বিকল্প নেই । প্রযুক্তির মাধ্যমে উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে । তাই দেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে যেতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, সকলের আন্তরিক প্রচেষ্টাই পারে দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে।