টানা ৭বার বান্দরবানে নৌকার মাঝি বীর বাহাদুর উশৈসিং

fec-image

দ্বাদশ সংসদ নির্বাচনে বান্দরবান আসনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী বীর বাহাদুর উশৈ শিং। তিনি পেয়েছেন এক লাখ ৭২ হাজার ৬৭১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের এ টি এম শহীদুল ইসলাম পেয়েছেন ১০ হাজার ৩৬১ ভোট।

রোববার (৭ জানুয়ারি) রাত দশটায় রিটার্নিং কর্মকর্তা ও বান্দরবানের জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।

এ সময় তিনি বেসরকারিভাবে নৌকা প্রতীকের প্রার্থী বীর বাহাদুর উশৈ শিংকে বিজয়ী ঘোষণা করেন। জেলায় মোট ৬৪ দশমিক ৯ শতাংশ ভোট পড়েছে বলে জানান তিনি।

এরআগে, সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা।

প্রসঙ্গত, বান্দরবান ৩০০ নম্বর আসনে মোট ভোটার দুই লাখ ৮৮ হাজার ৩০ জন। আসনটির ১৮২টি ভোটকেন্দ্রের ৭২৭টি ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

পার্বত্য মন্ত্রী বলেন, টানা সপ্তম বারের এই বিজয় আমি বান্দরবানবাসীকে উৎসর্গ করলাম। বিগত ছয় বছর বান্দরবানবাসীর সাথে ছিলাম এখন ও থাকবো । ধর্ম বর্ন নির্বিশেষে সকল মানুষ তথা পার্বত্য বান্দরবানের উন্নয়নে কাজ করে যাব ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগ, বান্দরবান, সংসদ নির্বাচন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন