সিএনজি ভর্তি মদসহ পাচারকারী আটক


কাপ্তাই চন্দ্রঘোনা থানা পুলিশ রাইখালী ফেরিঘাট থেকে ট্রেক্সিভর্তি মদসহ পাচারকারীকে আটক করা হয়েছে।
শনিবার রাত দেড়টায় চন্দ্রঘোনা থানার এসআই কাজী আনোয়ার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রাইখালী ফেরিঘাটে ট্রেক্সি করে মদ পাচারের সময় আটক করা হয়।
আটক ও পাচারকারী নুর হোসেন (৩০) চট্রগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার পূর্ব সাতবাড়িয়া এলাকার মৃত বদিউর রহমানের ছেলে।
চন্দ্রঘোনা থানার মো. ইকবাল বাহার চৌধুরী (ওসি) সত্যতা নিশ্চত করে বলেন, পাচারকারী গাড়ির পিছন সিটে বস্তাভর্তি করে মদ পাচার করছিল। তল্লাশি করে ৮৫লিটার চোলাইমদ গাড়িসহ আটক করা হয়েছে। রবিবার সকালে মাদক আইনে মামলা করে রাঙামাটি আদালতে চালান করা হয়েছে বলেও জানান।
ঘটনাপ্রবাহ: পাচারকারী, পাচারকারী আটক, মদসহ
Facebook Comment