অর্থনৈতিক শুমারী ২০১৩ এর রাঙামাটি জেলার রিপোর্ট প্রকাশ

econimi-pic-bg20161227143521-copy

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আওতায় পরিচালিত রাঙামাটি পার্বত্য জেলার অর্থনৈতিক শুমারী রিপোর্ট ২০১৩ এর প্রকাশনা সেমিনার ও প্রকাশনার মোড়ক উম্মোচনী অনুষ্ঠান মঙ্গলবার রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় এবং জেলা পরিসংখ্যান অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপ-সচিব জাফর আহমেদ খান প্রকাশনা রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

রাঙামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু শাহেদ চৌধুরীর সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে রাঙামাটি জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মানবেন্দ্র নারায়ন দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ বক্তব্য রাখেন।

অর্থনেতিক শুমারী রাঙামাটি জেলার অবস্থান চিত্র উপস্থাপন করেন বিবিএস’র উপ-পরিচালক মো. গোলাম মোস্তফা। প্রকাশনা উৎসাবে সরকারী কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তা, শিক্ষকসহ ৫০ জন অংশ নেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন