আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেএসএস সংস্কারের উপর ইউপিডিএফের ব্রাসফায়ার

বন্দুকযুদ্ধ
সাজেক প্রতিনিধি:
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেকে উপজাতীয় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেএসএস সংস্কারের উপর ইউপিডিএফ সমর্থকদের ব্রাস ফায়ার করেছে। মঙ্গলবার সকাল ৮ টার দিকে সাজেকের বাঘাইহাটের গুচ্ছগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষ্যদর্শীদের সাথে কথা বলে জানা যায়, সকাল বেলা জেএসএস সংস্কার গ্রুপের দুই/৩ জন ছেলে শীত নিবারণের জন্য আগুন পোহাচ্ছিল কাচালং নদীর পাড়ের গুচ্ছগ্রামে। এসময় ৪/৫ থেকে ৫ জনের ইউপিডিএফ সশন্ত্র গ্রুপ তাদের লক্ষ করে ব্রাস ফায়ার করতে থাকে। এসময় জেএসএস সংস্কার কর্মীরা কাচালং নদীতে ঝাপ দেয় আত্মরক্ষা করার জন্য। জীবন বাঁচাতে তারা এসময় পানিতে ডুব দিয়ে থাকে। তখন ইউপিডিএফ কর্মীরা পানিতেও গুলি ছুড়তে থাকে।
ঘটনাস্থল থেকে ১০০ গজ দুরে বাংলাদেশ সেনাবাহিনীর চেক পোস্ট থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীও গুলি ছুড়তে শুরু করে। এতে ইউপিডিএফ সমর্থক সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা জানা যায়নি।
এ বিষয়ে জানতে স্থানীয় ইউপিডিএফ ও জেএসএস সংস্কার গ্রুপের নেতাদের সাথে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
Print Friendly, PDF & Email
Facebook Comment

One Reply to “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেএসএস সংস্কারের উপর ইউপিডিএফের ব্রাসফায়ার”

  1. Jodio sangbidhanik vabe pahariara adibasi hisebe sikriti chai kintu govt bole kudro-nrigisti.

    Tahole Ai parbotto news upojati bole keno

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন