আনন্দ ভাগাভাগি ক‌রে ২৩ বি‌জি‌বির ঈদ উদযাপন

fec-image

দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় খাগড়াছড়ির মা‌টিরাঙ্গায় যা‌মিনীপাড়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

শনিবার (২২ এপ্রিল) সকাল সা‌ড়ে ৭টায় উপ‌জেলার যা‌মিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) সদর মসজিদে ঈদের প্রথম জামাত এবং সকাল সা‌ড়ে ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে।

নামা‌জের পর ব্যাটালিয়ন সদর ও অ‌ধীনস্থ বিওপি/ক্যাম্পে জাতীয় পতাকা উত্তোলন শে‌ষে জোন সদ‌রে পারিবারিক বাসস্থানে বসবাসরত সৈনিক ও এমআইরুমে ভর্তি রোগীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং উপহার প্রদান করেন জোন অধিনায়ক লে কর্নেল বিএম জাহিদুল করিম ।

প‌রে ব্যাটালিয়ন সদরসহ অধীনস্থ সকল কোম্পানী/বিওপি/ক্যাম্পেসমূহের সৈনিক মেসে ডাইনিং/নন ডাইনিং সদস্যগণের অংশগ্রহণে দুপু‌রে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

অধিনায়ক এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, যামিনীপাড়া ব্যাটালিয়ন অধীনস্থ ফেনীছড়া এবং আসালং বিওপি পরিদর্শন , ঈ‌দের শুভেচ্ছা বি‌নিময় ছাড়াও ঈ‌দের আনন্দ ভাগাভাগি ও উপভোগের লক্ষ্যে বিভিন্ন এলাকার কোমলমতি শিশুদের মাঝে বিভিন্ন প্রকার শিশু খাদ্য এবং নগদ অর্থসহ ঈদ উপহার সামগ্রী বিতরণ, ২ জন অসহায় ও অসুস্থ রোগীকে ২টি হুইল চেয়ার এবং ১ জন প্রতিবন্ধী শিশুকে ১টি হুইল চেয়ার প্রদান করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মাটিরাঙ্গা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন