আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ভেত্তোরির

vettori1-655x360
খেলা ডেস্ক:
রানার্স হয়েই বিশ্বকাপ থেকে মঙ্গলবার দেশে ফিরল ব্রেন্ডন ম্যাকালাম অ্যান্ড কোং৷ এদিন ভোর চারটে নাগাদ অকল্যান্ড বিমানবন্দরে পা রাখে ব্ল্যাকক্যাপসরা৷ বিমানবন্দরে প্রায় শপাঁচেক মানুষ উপস্থিত ছিলেন ম্যাকালামদের স্বাগত জানাতে৷ বিমানবন্দের নেমেই মন খারাপ করা খবরটা সংবাদমাধ্যমকে দিয়ে দিলেন দলের দীর্ঘদিনের বিশ্বস্ত যোদ্ধা ড্যানিয়েল ভেত্তোরি৷

আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানিয়ে দিলেন তিনি৷ ভেত্তোরি বললেন,‘ শেষ ছ’সপ্তাহ ধরে মানুষের যে ভালোবাসা পেয়েছি তা আমি আগে কখনও দেখিনি৷ অসাধারণ ভাবেই আমার দীর্ঘদিনের ক্রিকেটের যাত্রা শেষ করলাম৷ বিশ্বকাপ জিততে পারলে অবশ্যই ভালো লাগত৷ তবে দলের পারফরম্যান্সে আমি গর্বিত৷’ আইসিসিও ভেত্তোরির অবসরের খবর ট্যুইট করে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন৷

৩৬ বছর বয়সি এই বাঁ-হাতি স্পিনার বলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও দারুণ করতেন৷ চলতি বিশ্বকাপেই আফগানিস্তানের বিরুদ্ধে একটি নতুন মাইলস্টোন স্পর্শ করেছেন ভেত্তোরি৷ নিউজিল্যান্ডের প্রথম কোনও বোলার হিসেবে ওয়ানডে’তে ৩০০টি উইকেট নেওয়ার নজির গড়েছেন তিনি৷ ২০০৯-এ টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেট নিয়েছিলেন তিনি৷ কিউইদের হয়ে একমাত্র ভেত্তোরি ছাড়া এর আগে টেস্টে ক্রিকেটে এই নজির ছিল কিংবদন্তি বোলার রিচার্ড হ্যাডলির৷

ড্যানিয়েল ভেত্তোরি ও ব্রেন্ডন ম্যাকালাম৷ সতীর্থ কম, বন্ধু বেশি৷ শুধু নিউজিল্যান্ড ক্রিকেটে নয়, বিশ্বক্রিকেটেও ভেত্তোরির অবদান অপরীসিম৷ বিশ্বকাপ শেষ হলেই তিনি অবসর নেবেন একথা জানতেন অনেকেই৷ শুধু সময়ের অপেক্ষা ছিল৷ অবসরে ঢলে পড়া ভেত্তোরিকে বিশ্বকাপের ঠিক আগেই জাতীয় দলে ফেরানো কিউই টিম ম্যানেজমেন্টের মাস্টারস্ট্রোক৷

বিশ্বকাপের মাঝপথেই বাঁ-হাতি স্পিনারের ভূয়সি প্রশংসা করে ম্যাকালাম বলেছিলেন, ‘দুর্দান্ত কেরিয়ার৷ শুধু নিউজিল্যান্ড ক্রিকেটে নয়, বিশ্বক্রিকেটে ভেত্তোরি এক দারুণ অ্যাম্বাসাডর৷ জীবনের প্রায় অর্ধেকটাই ক্রিকেটের জন্য কাটিয়ে দিয়েছে ভেত্তোরি৷ ১১৩টি টেস্টে ৩৬২টি উইকেট এবং সাড়ে চার হাজারের বেশি রান করেছেন ভেত্তোরি৷

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন