আলীকদমে আদর্শ দম্পতিদের সম্মাননা প্রদান

baba

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলায় আদর্শ দম্পতিদের সম্মাননা প্রদান করা হয়েছে। ইউএসএইড ও স্যোসাল মার্কেটিং কোম্পানির অর্থায়নে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ এবং ব্র্যাকের মার্কেটিং ইনোভেশন ফর হেল্থ এমআইএইচ প্রোগ্রামের যৌথ উদ্যোগে এ সম্মাননা দেয়া হয়।

গত বুধবার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সভাকক্ষে বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উক্যউইং মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলান উপজেলা চেয়ারম্যান আবুল কালাম। এ সভায় পরিবার পরিকল্পনা স্থায়ী সেবা গ্রহণকারী আদর্শ দম্পতিদের সম্মাননা প্রদানের পাশাপাশি অভিজ্ঞতা বিনিময় করা হয়।

ডাঃ মামুন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মোখলেসুর রহমান, মার্কেটিং ইনোভেশন ফর হেলথের বান্দরবান জেলার এরিয়া ম্যানেজার মোঃ সরোয়ার আলম, ইউ আর সি ইন্সট্রাকটর মোঃ আলমগীর ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম. দিদারুল আলম প্রমূখ।

বক্তারা বলেন, পরিবার পরিকল্পনা পদ্ধতি চললে দেশে আদর্শ পরিবার গঠনের পাশাপাশি জনসংখ্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন