আলীকদমে তৈদাং হোস্টেলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Toidang Hostel News_Alikadam Pic

আলীকদম প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলায় বেসরকারিভাবে পরিচালিত তৈদাং হোস্টেলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে আয়োজিত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম।

সহকারী শিক্ষক দিয়মনি ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন তৈদাং হোস্টেলের পরিচালক মি. গ্রেনার ত্রিপুরা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. প্রকাশ দাশ গুপ্ত, চ্যানেল নাইন এর প্রোগ্রাম প্রডিউসর ত্রিদিব বর্মন, পার্বত্য জেলা পরিষদের উন্নয়নকর্মী উইলিয়াম মার্মা ও আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ প্রমূখ। এছাড়াও চ্যানেল টুয়েন্টিফোর এর নিউজ এন্ড কারেণ্ট এফেয়ার্স প্রডিউসর সুবির মহাজন ছাড়াও ছাত্র-ছাত্রী অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তৈদাং হোস্টেল পার্বত্য আলীকদম উপজেলায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার বিকাশে বিগত একযুগেরও বেশি সময় ধরে অবদান রাখছে। এ হোস্টেল প্রতিষ্ঠা করে ফাদার লুফি অনন্যা অবদান রেখেছেন। বক্তব্যে এ হোস্টেল কিছু সমস্যা পূরণের আশ্বাস দেন উপজেলা চেয়ারম্যান ও ইউএনও। সমাবেশ শেষে অতিথি ও অভিভাবকরা প্রীতিভোজে অংশ নেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন