আ’লীগ কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের ঘটনায় বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

মানিকছড়ি প্রতিনিধি:

মানিকছড়ি আওয়ামী লীগের দলীয় অফিসকে লক্ষ্য করে পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের ১২জন এজাহারভূক্ত নেতা-কর্মীসহ অজ্ঞাতনামা ২০/২৫ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন ছাত্রলীগ নেতা মো. জাহিদ হাসান।

এ ঘটনায় পুলিশ এজাহারভূক্ত ২যুবদল নেতাকে গ্রেফতার করেছে।

এদিকে ঘটনার প্রতিবাদে সোমবার(২৯ অক্টোবর) সকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার সদর (আমতল) থেকে (গচ্ছাবিল) খাগড়াছড়িমুখী ৩/৪টি মোটর সাইকেল আরোহী মুখোশপরা দুর্বৃত্ত এসে ‘আওয়ামী সন্ত্রাসীরা সাবধান’শ্লোগান দিয়ে দলীয় অফিসের সামনে পর পর ৩টি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে একটি বোমা বিস্ফোরিত হলেও দু’টি অবিস্ফোরিত থাকে।

ঘটনার খবর পেয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনে নেতা-কর্মীরা ছুঁটে আসেন এবং তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল বের করেন। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ও অবিস্ফোরিত ৩টি পেট্রোল বোমা উদ্ধার করেন।

এ ঘটনায়  মানিকছড়ি গিরিমৈত্রী সরকারি ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ হাসান বাদী হয়ে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের ১২ নেতা-কর্মীকে এজাহারভূক্ত আসামি এবং অজ্ঞাতনামা ২০/২৫ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন। মামলা নং ৪,তারিখ ২৮.১০.১৮খ্রি.। পরে পুলিশ অভিযান চালিয়ে এজাহারভূক্ত ২ যুবদল নেতা মো. বশির আহম্মদ ও মো. সোহেল হোসেনকে আটক করতে সক্ষম হয়।

এদিকে ঘটনার প্রতিবাদে ২৯ অক্টোবর সকাল ১১টায় অর্ধসহস্রাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন।

সকাল থেকে দলীয় অফিসের সামনে জড়ো হওয়া নেতা-কর্মীদের নিয়ে আওয়ামী লীগের উপজেলা সভাপতি মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে উপজেলা ও ইউনিয়ন কমিটির আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অংশ নেয়। মিছিলটি উপজেলার সদর হয়ে বাজার, মহামুনি ঘুরে এসে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের আমতলায় প্রতিবাদ সমাবেশ করে।

সমাবেশের বক্তব্যে নেতারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক উন্নয়নে বাংলাদেশ আজ বিশ্বদরবারে প্রশংসিত। একাদশ সাংসদ নির্বাচনের জন্য জাতি যখন প্রস্তুতি নিচ্ছে সে সময়ে এসে বিএনপি আবারো পেট্রোল বোমা আবিস্কার শুরু করেছে। এদেশে পেট্রোল বোমার আবিস্কারক হলেন বিএনপি ও তাদের দোসররা। সামনে নির্বাচনে আবারো আওয়ামী লীগকে নির্বাচিত করে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখার পাশাপাশি দেশবিরোধী শত্রুদের মোকাবেলায় নেতা-কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন নেতারা।

অফিসার ইনচার্জ মুহাম্মদ রশীদ মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগ দলীয় অফিস সংলগ্ন চা দোকানের সামনে পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় ছাত্রলীগ নেতার দায়েরকৃত মামলার এজাহারভূক্ত ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য আসামিদের গ্রেফতারসহ পুরো বিষয়টির ওপর পুলিশ নজর রাখছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন